০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

ধলা স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া ২ ঘণ্টা পর চলাচল শুরু

- ছবি - নয়া দিগন্ত

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের ধলা রেলওয়ে স্টেশনে বিকল হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১টার দিকে ধলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে ।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও থেকে ছেড়ে যাওয়ার পর দুপুর ১টায় ধলা রেলওয়ে স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

তিনি আরো জানান, অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ১ ঘণ্টা গফরগাঁও স্টেশনে আটকে ছিল। ময়মনসিংহ থেকে অন্য ট্রেনের ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টা পর বেলা ৩টার দিকে মহুয়া কমিউটার ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে চলাচল শুরু করে।


আরো সংবাদ



premium cement