২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ আটক ৩

- ছবি - নয়া দিগন্ত

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া পিএনজেড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের এসব জিরাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী গ্রামের আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), শেরপুর পৌর এলাকার দুর্গাপুর নারায়নপুর গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান লিখন (৩৬) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝল-জ্বলিয়া গ্রামের হারেস আলীর ছেলে মুস্তাক আহমেদ (২৪)।

জামালপুর ডিবির (১) ওসি নাজমুজ সাকিব বলেন, ‘জামালপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement