জামালপুরে কিশোরের লাশ উদ্ধার, গ্রেফতার ৩
- জামালপুর প্রতিনিধি
- ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
জামালপুরের মেলান্দহে শাওন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরগোবিন্দী বাংলাবাজারের পাশে কেকরা নদী থেকে নিহত শাওনের লাশ উদ্ধার করে পুলিশ ।
নিহত শাওন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়নের আজিজপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ (১৭), মাদারগঞ্জ উপজেলার ধলিরবন্দ এলাকার আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (২১) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সুমন আকন্দকে (২২) গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।
পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন শাওন। অনেক খোঁজাখুঁজির পর শাওনকে না পেয়ে তার বাবা গোলাম মোস্তফা মেলান্দহ থানায় নিখোঁজের অভিযোগ করেন।
পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত শাওনের মোবাইলসহ পাশের আজিজপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ মিয়াকে আটক করে।
তার দেয়া তথ্যে, চরগোবিন্দী বাংলাবাজারের পাশে কাকরনদীর কচুরিপানার নিচে থেকে শাওনের লাশ উদ্ধার করা হয়।
পরে মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইসমাইল ও সুমন আকন্দকে গ্রেফতার করা হয়।
চরগোবিন্দী এলাকার এক বাসিন্দা জানান, ওই এলাকায় একটি সুইচগেটের কাজ চলছে। প্রায় একমাস আগে রাজমিস্ত্রীর কাজ করতে আসা বিদ্যুৎ, ইসমাইল ও সুমনের সাথে স্থানীয় একটি মেয়েকে ইভটিজিং করা নিয়ে শাওনের কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়রা বসে মিমাংসা করে দেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা