২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত

- ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ধোপাঘাট গ্রামে গফরগাঁও-ভালুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফাতেমা আক্তার (৮) উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আশরাফ আলী ফারুকী জানান, শিশু ফাতেমা ধোপাঘাট গ্রামে বাড়ি থেকে বের হয়ে মক্তবে যাওয়ার পথে গফরগাঁও-ভালুকা সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement