২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সিয়াম আহম্মেদ শেখ (২০) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সিয়াম আহম্মেদ উপজেলার কান্দিপাড়া এলাকার শামীম শেখ এর ছেলে ও ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘সিয়াম আহম্মেদ শেখ মোটরসাইকেল নিয়ে গফরগাঁও বাজারের উদ্দেশে রওনা দেন। পরে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম আহম্মেদ শেখ নামে এককলেজ শিক্ষার্থী ও অটোরিকশার অপর দু’যাত্রী‌ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেন।’

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement