জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রবীন সাংবাদিক নিহত
- জামালপুর প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬
জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দু’ইজিবাইকের চাপায় প্রবীন সাংবাদিক নুরুল হক (৭৫) নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক নুরুল হক জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বানিয়াবাজার থেকে শহরের বাগানবাড়ি পত্রিকা অফিসে যাওয়ার পথে ব্যাটারিচালিত দু’টি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টায় মারা যান তিনি ।
রোববার (২২ ডিসেম্বর) জামালপুর শহরে ও নিজ বাড়ি জেলার মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
প্রবীন এই সাংবাদিককের মৃত্যুতে জামালপুরের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
সড়ক দুর্ঘটনায় প্রবীন এই সাংবাদিককের মৃত্যুতে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা