১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান

আব্দুল আউয়াল ও আতাউর রহমান - ছবি : নয়া দিগন্ত

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মো: আব্দুল আউয়ালকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেয়া হয়।

গত ৫ ডিসেম্বর কমিটি গঠন উপলক্ষে দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরী পরিষদ গঠনে ২১ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন ১৩ থেকে ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দেয়া এবং ১৫ ডিসেম্বর যাচাই বাচাই ও ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার সময় দিয়ে নির্বাচনী তফশিল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায় নয় সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। প্রত্যাহারের শেষ দিনে চারজন সদস্য তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করলে কার্যকরী পরিষদের সভাপতি পদে নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো: আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের প্রতিনিধি ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, দফতর ও প্রচার সম্পাদক পদে মানবজমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন, কার্যকরী সদস্য-১ পদে যায়যায়দিন প্রতিনিধি ফেরদৌস কুরাইশী টিটু ও কার্যকরী সদস্য-২ পদে সিনিয়র সাংবাদিক কামরান পারভেজ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ধামরাইয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করল বিজেপি সরকার ২৪-এর বিপ্লবের প্রতিটি উচ্চারণে অনিবার্য ছিলেন কাজী নজরুল : আব্দুল হাই শিকদার নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে, দিনক্ষণ জানাবে ইসি : প্রেস সচিব এনামুলের সেঞ্চুরি, মুশফিক-হৃদয়ের ফিফটি; কেমন করলেন শান্ত? আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান হত্যায় গ্রেফতার ৬

সকল