দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১২
জামালপুরের দেওয়ানগঞ্জে আয়েশা খাতুন (৪) নামে এক শিশু মাহিন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আয়েশা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে কয়েক দিন আগে সানন্দবাড়ীতে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার তার নানা বাড়ি এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি মাহিন্দ্রা গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়েশা খাতুন মারা যায়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো: আব্দুল রহিম বলেন, দুর্ঘটনাস্থল থেকে মাহিন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা