ভালুকায় এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:০০
ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)।
তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ুন কবীর জানান, ‘গত দু’মাস আগে এই দম্পতি মাস্টারবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া উঠেন। আজ সন্ধ্যায় তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা