ময়মনসিংহ বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালদল
- ময়মনসিংহ অফিস
- ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪, আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১০
ময়মনসিংহে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের টি-টুয়েন্টি খেলার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে লালদল। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি।
খেলায় সবুজদলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট দেয়। জবাবে লালদলের অধিনায়ক আরিফুল ইসলাম জনির নেতৃত্বে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানে জয়ী হয়। খেলায় লালদলের ফাহিম ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়।
এ সময় বিভাগীয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের সদস্যসচিব দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।
এ সময় জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল এইচ খান, সাবেক এমপি নূরুল কবির শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম তালুকদার, শেরপুর জেলা বিএনপির সভাপতি ডা. সিরাজুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ ক্রীড়া সংগঠক এবং বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা