বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সাবেক এমপি আবুল কালাম কারাগারে
- জামালপুর প্রতিনিধি
- ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:০৯
জামালপুরে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আরো দু’মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে জামালপুর সদর আদালতে নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগস্ট জামালপুর উচ্চ বিদ্যালয় মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় গত ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
তিনি আরো জানান, গত ১৮ নভেম্বর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন সদর থানায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ১৬ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা করেন। এই দুই মামলায় আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তী তারিখে জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা