০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগামী নির্বাচন কঠিন হবে : তারেক রহমান

ময়মনসিংহে বিএনপি’র ৩১ দফা বিষয়ে বিভাগীয় কর্মশালায় তারেক রহমান - ছবি : নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে তা সহজ হবে না। আগামী নির্বাচনে আমাদের প্রধান প্রতিপক্ষ হতে পারে অনেক দুর্বল। তারপরও এই নির্বাচন দেশের যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ মানুষের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণার অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদেরকে এমনভাবে কাজ করতে হবে, যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে এবং দলের প্রতি থাকে।

সোমবার (২ ডিসেম্বর) নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সভাপতিত্বে ৩১ দফা নিয়ে আলোচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত, জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি, সাবেক এমপি রেহানা আক্তার রানু, লাইলা বেগম, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ মঞ্চে উপবিষ্ট ছিলেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, মাহমুদুল হক রুবেল, লাইলা বেগম, সামছুজ্জামান মেহেদী, আরিফা জেসমিন নাহিন, আব্দুল বারী ড্যানী, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এক কেম এম শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপির বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ৫১২ জন প্রতিনিধি অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি অতীতে যখন দেশ পরিচালনা করেছে তখন হয়তোবা অনেক কিছু করতে পারেনি, আবার পেরেছে। তবে বিএনপি দেশের ও মানুষের কথা চিন্তা করে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, ‘আমাদের ৩১ দফার পক্ষে মানুষের সমর্থন আদায় করতে হবে। এই ৩১ দফা সংস্কার প্রস্তাব শুধু বিএনপির না, বাংলদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলের চিন্তার ফসল হচ্ছে ৩১ দফা সংস্কার প্রস্তাব।

তিনি উপস্থিত নেতৃবন্দের উদ্দেশ্যে বলেন, ‘অনেক নেতাকর্মী মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যায়নি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা জনগণের সমর্থন পাবো। তাই জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা, আচরণ, উঠাবসা ও কথাবার্তাসহ সব কিছুর ওপর নির্ভর করছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে কি-না। এজন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে।’

তিনি আরো বলেন, বরং অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন কঠিন হবে। কারণ মানুষের ধ্যাণ ধারণা অনেক বদলাচ্ছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন।

কর্মশালায় ময়মনসিংহের বেশ কয়েকজন অংশগ্রহণকারী কিছু প্রস্তাব ও প্রশ্ন করেন। এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ফ্যামিলি কার্ড করার চিন্তা করছেন। যাতে পরিবারগুলো উপকৃত হবে। কৃষকদেরও কার্ড দেয়ার পরিকল্পনা আছে। কৃষকদের পরিচয় নিশ্চিত হলে কৃষক সহজে সরকারি ভতুর্কির সুফল পাবেন।

আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রাইমারি শিক্ষাকে গুরুত্ব দেয়া হবে। শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়ন এবং শিশুদের সামাজিক মূল্যবোধ শেখানোর উদ্যোগ নেয়া হবে। মেধাবীদের প্রাথমিক শিক্ষায় নিয়ে আসা হবে।

খেলাধূলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খেলাধুলাকে পড়াশুনার সাবজক্টের সাথে যুক্ত করা যেতে পারে। এতে শিশুদের প্রতিভাব বিকশিত হবে। শিশুরা সুস্থ দেহে ভালোভাবে পড়াশুনাও করতে পারবে।

আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, খাল খননকে গুরুত্ব দেযা হবে। খাল-নদী খননের ব্যাপারে কর্মসূচি নিবেন। বৃক্ষমেলা চালু করা হবে। পাঁচ বছরে অন্তত পাঁচ কোটি বৃক্ষ রোপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে জনগণের আস্থা ও সমর্থন আদায়ে দলীয় নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা সবাইকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, প্রতারণার মাধ্যমে ভোটে জয়ের দিন শেষ। এখন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, ডামি প্রার্থী দিয়ে কিংবা রাতে ভোট দিয়ে নির্বাচনে জেতার কোনো সুযোগ নেই। আমরা বছরের পর বছর লড়াই করে জীবন দিয়ে এটি পরিবর্তন করেছি।

নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা ভয়ভীতি বা বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জনগণকে বুঝানো এবং তাদের মন জয় করে সেই নির্বাচনে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।’

তিনি আরো বলেন, ‘দল ক্ষমতায় গেলে আমরা কী করতে চাই সে সম্পর্কে জনগণকে ধারণা দিতেই ৩১ দফা রূপরেখা তৈরি করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ২৭ দফা প্রস্তাবের আলোকে বামপন্থী, ডানপন্থী ও গণতান্ত্রিক দলগুলো, যারা যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল, তাদের সাথে আলোচনা করে এ সংস্কার রূপরেখা প্রণয়ন করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক অবাধ-সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহায়তা দিতে চায় জাতিসঙ্ঘ আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত : চরমোনাই পীর বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম মেরিন অ্যাকাডেমির মান ভালো বলেই বিদেশীদের আগ্রহ : উপদেষ্টা সাখাওয়াত মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু

সকল