ঈশ্বরগঞ্জে টিসিবির উধাও হওয়া সেই ডাল উদ্ধার
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য টিসিবির উধাও হওয়া ডাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে ধান ক্ষেত থেকে ২৯টি ডালের বস্তা উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার টিসিবির উধাও হওয়া ডাল নিয়ে নয়াদিগন্তের অনলাইনে সংবাদটি প্রকাশের পর পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতেই পুলিশ ডাল উদ্ধারে অভিযান চালায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো উধাও হয়। পরে বিষয়টি নিয়ে নয়াদিগন্তের অনলাইনে সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে তুলপাড় শুরু হয়।
পরে টিসিবি ডিলার মো: সোহাগ বিষয়টি নিয়ে চুরির অভিযোগ এনে ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ডাল উদ্ধারে অভিযান চালালে বৃহস্পতিবার রাতেই সেগুলো ধান ক্ষেতে রেখে যায় লুট করে নিয়ে যাওয়া চক্রটি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ডিলার বাদি হয়ে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ধান ক্ষেত থেকে ২৯ বস্তা ডাল উদ্ধার করা হয়।’
এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা