ঈশ্বরগঞ্জে টিসিবির ডাল উধাও
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০২৪, ২৩:৪৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নে বিতরণের জন্য রাখা ৩১ বস্তা ডাল উধাও।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টিসিবি ডিলার সোহাগ মিয়া ঈশ্বরগঞ্জ থানায় ‘চুরি’ উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগ পত্রে বলা হয়, ‘২৭ নভেম্বর ময়ময়নসিংহ বিভাগীয় টিসিবি গোডাউন থেকে ৩১ বস্তা ডাল উত্তোলন করে রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে আসেন সোহাগ। ওই সময় কয়েক যুবক টিসিবির মাল পাহারা দেয়ার কথা বলে ১ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ডিলারের ওপর ক্ষিপ্ত হন। পরে চুরির হুমকি দেন।
বৃহস্পতিবার সকালে ইউপি সচিব টিসিবি পণ্য চুরি হয়েছে বলে ডিলারকে ফোনে জানান। ঘটনাস্থলে এসে ডিলার সোহাগ দেখেন দরজা-জানালা ভেঙে ৩১ বস্তা ডাল চুরি হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, ‘বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা