২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নেত্রকোনায় রুহুল আমিন গাজীর স্মরণসভায় ডিইউজে সভাপতি

‘রুহুল আমিন গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন’

রুহুল আমিন গাজীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ডিইউজে সভাপতি - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি মো: শহিদুল ইসলাম। তিনি বলেন, রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আপসহীন নেতৃত্ব সাংবাদিকতার জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার বিকল্প আর কেউ হতে পারবে না।

বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনায় সাংবাদিক কল্যাণ সংস্থা আয়োজিত রুহুল আমিন গাজীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিইউজে-এর সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ‘রুহুল আমিন গাজী সাংবাদিকদের রুটি-রুজির সংগ্রামে সব সময়ই সোচ্চার ছিলেন। ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে তিনি সব সময়ই অগ্রভাবে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। ১৮ মাস তিনি কারাবাস করেছেন। তাকে চিকিৎসার কোনো সুযোগ দেয়া হয়নি। তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন।’

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘রুহুল আমিন গাজী ৯০-এর গণআন্দোলন ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সাথে থেকে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তার মতো দেশপ্রেমিকের এখন বড়ই অভাব। যা পূরণ হবার নয়।’

নেত্রকোনা প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দিলওয়ার খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জামায়াতে ইসলামীর জেলা আমির সাদেক আহমদ হারিস, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল