২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই

নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন - নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা সংবাদদাতা মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক মুর্শেদ আলম খান লিটন (৫৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জোহরের নামাজের পরে শহরের লক্ষ্মীখোলা কেন্দ্রীয় পৌর কবরাস্থান মাদরাসা মাঠে তার জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জানাজা শেষে লক্ষ্মীখোলার পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

মুর্শেদ আলম খান লিটন হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

সাংবাদিক মুর্শেদ আলম খান লিটনের মৃত্যুতে দৈনিক নয়া দিগন্ত পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোকপ্রকাশ করেছেন।

একই সাথে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বজরং আগরওয়ালাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। জানাজার আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ মুক্তাগাছা প্রেসক্লাবের প্রাঙ্গণে রাখা হয়। এ সময় প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা তাকে শ্রদ্ধা জানান।


আরো সংবাদ



premium cement
বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক সখীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল