সাফজয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা দিলো বিএনপি
- ময়মনসিংহ অফিস ও ধোবাউড়া সংবাদদাতা
- ২৫ নভেম্বর ২০২৪, ১৯:২৭
সাফজয়ী ছয়জন নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে বিএনপি। এ আয়োজনে উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি’-এর ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিএনপির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা পেয়েছেন সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামছুন নাহার জুনিয়র, শামছুন নাহার সিনিয়র এবং শিউলী আজিম। তারা কলসিন্দুর গ্রামের বাসিন্দা এবং কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসন।
বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, সদস্য মোতাহার হোসন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান ও শামীম আজাদ, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ জেলা আহ্বায়ক শহিদুল আমিন খসরুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন বাংলাদেশের জন্য গর্ব। এ গর্বের কলসিন্দুরের ছয়জন নারী ফুটবলার সম্পৃক্ত হয়ে পুরো ধোবাউড়াবাসীকে গর্বিত করেছে।’
এ দিকে, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘কনসার্ট ফর কলসিন্দুর’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।