‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’
- জামালপুর প্রতিনিধি
- ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৭
দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এগিয়ে যেতে হবে। মানুষকে কষ্ট দিয়ে মন জয় করা যায় না।
সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ও গাইবান্ধা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে ধনী-গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তাই বিএনপির কর্মী হিসেবে আমরা তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে কৃষকদের দুয়ারে-দুয়ারে ও ক্ষেত-খামারে যাচ্ছি, বার্তা পৌঁছে দিতে। তাদের খোঁজখবর নিচ্ছি। তিনি এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার তুলে ধরেন।’
তিনি বলেন, ‘৩১ দফা বাস্তবায়নে দেশের প্রান্তিক কৃষকদের সাথে সম্মিলিতভাবে শ্রমিক ও ছাত্র-জনতাসহ আমাদের কাজে করতে হবে।’
এ সময় জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোমেন আকন্দ কাউসার, ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবির খান লোহানী নয়ন, যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ এবং সদস্য আরমান সিদ্দিকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা