২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭

পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু - সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিক‌নি‌কে যাওয়ার পথে বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত পৌ‌নে ১২টার দি‌কে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: আকমল হোসেন।

তিনি জানান, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো: তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে শনিবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকার আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪৬০ শিক্ষার্থী উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটিরমায়া ইকো রিসোর্টের উদ্দেশে রওনা দেয়। এতে বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাস ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীর কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

ওই তিন শিক্ষার্থী হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম (২২) ও রংপুর সদর উপজেলার ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান (২২)। তারা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম (২২) ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নাফিজ আলম খানকে (২২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাদের আহছানিয়া মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাঈনউদ্দিন খান জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা তিন শিক্ষার্থীর লাশ মর্গে রাখা হয়েছিল। পরে লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের কাছে স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার অনুমতি চাইলে সম্মতি মেলায় তারা সন্ধ্যা ৬টার দিকে লাশগুলো হস্তান্তর করেন।

এদিকে পিকনিকের বাসে এ দুর্ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement