২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র জমিয়ত ময়মনসিংহ মহানগরের আহ্বায়ক কমিটি গঠন

- ছবি : সংগৃহীত

দুনিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের অঙ্গ সংগঠন-ছাত্র জমিয়ত বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত ১৫ সদস্যের আহবায়কের দায়িত্ব পালন করবেন গত মেয়াদে ময়মনসিংহ মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করা আরিফ বিল্লাহ জুবাইদি। যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুল্লাহ তানভীর ও সদস্য সচিব হিসেবে নাজমুস সাকিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্ব প্রাপ্তদের দ্রুত সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত আহ্বায়ক কমিটি বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যে ময়মনসিংহ মহানগরের সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন করবে

কেন্দ্রীয় নির্দেশনা মেনে দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়ী আহ্বায়ক কমিটি।

এই প্রসঙ্গে সদস্য সচিব নাজমুস সাকিব বলেন, ‘আমরা দ্রুত সময়ের মাঝে অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। দায়িত্ব পাবার পর থেকেই আমরা কাজ শুরু করেছি। প্রতিটি ক্যাম্পাস ও ওয়ার্ডে যোগাযোগ চলছে। যাচাই-বাছাই শেষে যোগ্যদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

জানা গেছে, সংগঠনের মূল স্লোগান ‘ব্যক্তি গঠন, ইসলামি শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’ সামনে রেখেই কাজ করতে দৃঢ় প্রত্যয়ী দায়িত্বশীলরা।

এই প্রসঙ্গে আহ্বায়ক কমিটির সদস্য আবু উবায়দা বলেন, ‘আমাদের শুধু শিক্ষিত হলেই সুন্দর সমাজ গঠন করা যায় না, সুন্দর সমাজ গঠন করতে হলে সুনাগরিক হবার বিকল্প নেই। আর এককভাবে কোনো সমাজ গঠন করা যায় না। সমাজ গঠন করতে হলে সবাই একসাথে একই আদর্শে ওতপ্রোতভাবে থাকতে হবে। আমরা সেই চেষ্টাই করছি।’

ঘোষিত ১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে যারা আছেন, আহ্বায়ক আরিফ বিল্লাহ জুবাইদি, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সাইফুল্লাহ তানভীর, শাহ ইরফান সায়েম, খাইরুল ইশতিয়াক, সদস্য সচিব যথাক্রমে নাজমুস সাকিব, মুয়াবিয়া, আবু উবায়দা, দ্বীন মোহাম্মদ মোত্তাকী, শফিকুল ইসলাম রাকিব, সাকিবুল হাসান সাকিন, মাসরুর হাসান, ফকির আব্দুল্লাহ মামুন, সাজ্জাদ আকন্দ, আমির হামজা, মোবাশ্বির হাসান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement