১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কৃষকদের মাঝে ১ কোটি ১৬ লাখ কেজি ধান বীজ সরবরাহ করেছে বাকৃবি

আমন বীজ ধান কর্তন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্বশীলরা - ছবি : নয়া দিগন্ত

কৃষকদের মাঝে এক কোটি ১৬ লাখ কেজি ধান বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এতে প্রায় এক লাখ ৬০ হাজার একর জমিতে বীজ বপন করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজ ধান কর্তন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখার ভারপ্রাপ্ত প্রধান তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমান।

তিনি আরো জানান, সরবরাহ করা বীজ থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ কৃষক সরাসরি বীজ ধান পেয়ে উপকৃত হয়েছেন। এছাড়া বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা তিন লাখ ৪০ হাজার কেজি গমের বীজ প্রায় পাঁচ হাজার ৬৬৭ একর জমিতে বিএডিসির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার মাঠে বীজ ধান কর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার ভারপ্রাপ্ত প্রধান তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো: আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক ও খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ও কর্মচারীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাকৃবির ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ধান মাড়াই এবং আপ্যায়ন বাংলাদেশের কৃষকের চিরায়ত প্রথা। আমরা শুধুমাত্র শিক্ষা প্রদান করি, এমন নয়। রোগ সহিষ্ণু উন্নতমানের ফসলের বীজ, সার, কীটনাশক, ঘাসের কাটিং, উন্নত সংকর প্রাণী এবং প্রাণিজ পণ্য সম্প্রসারণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাকৃবি।

তিনি আরো বলেন, আমাদের কৃষিবিদদের কারণেই দেশের কৃষিখাত আজো ঊর্ধ্বমুখী। কৃষিখাতে আমাদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না।


আরো সংবাদ



premium cement
স্বৈরাচার সরকার লুটপাটের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল : উপদেষ্টা ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার : শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা : টিআইবি আমাদের লড়াই এখনো শেষ হয়নি : মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার জামায়াত খোদাভীরু নেতৃত্ব তৈরিতে কাজ করছে : অ্যাডভোকেট জুবায়ের ফেনীতে নিজাম হাজারী ও সাবেক এসপি-ওসির নামে যুবলীগ নেতার মামলা সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও তার মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা রংপুরে সাংবাদিকের মাকে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ২

সকল