বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ নভেম্বর ২০২৪, ২১:৩৮
শেরপুর নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশী এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৫ নভেম্বর) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।
প্রায় ৪০ দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন।
নিহত এরশাদুল হক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ, বিজিবি ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
এদিকে, এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার।
পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছানুয়ার হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের পরিবারের সদস্য ও বিজিবির উপস্থিতিতে এরশাদুল হকের লাশ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবতী আইনানুগ পদক্ষেপ গ্রহণের পর নিহতের পরিবারে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা