১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ছাত্র জনতার ওপর হামলা

গৌরীপুরে সাবেক এমপিসহ ১৩৬ জনের নামে মামলা, গ্রেফতার ২

নিলুফার আঞ্জুম পপি - ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলায় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপিকে প্রধান আসামি করে ১৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনের নামে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মামলায় বৃহস্পতিবার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অপর একটি মামলায় বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইমেন্ট অফিসার ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত দাস, সাবেক পৌর মেয়র মো: শফিকুল ইসলাম হবি, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, যুবলীগ নেতা ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক এইচ এম খায়রুল বাসার, সাংবদিক শামীম খান, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক মো: এনামুল হক সরকার, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস, তার স্ত্রী রোজী আক্তার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, বুলেট সোহাগ।

থানা সূত্রে জানা গেছে, নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির ছায়েদ আল শহিদ গত ৪ নভেম্বর ময়মনসিংহ জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত বুধবার ১৩ নভেম্বর গৌরীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করা হয়। এ মামলায় ৬৮ জনের নাম উল্লেখসহ আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপর দিকে গৌরীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও চান্দেরসাটিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফুজ্জামান গত ৬ অক্টোবর জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের সিনিয়র স্পেশাল জজ মমতাজ পারভীনের আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলাটি রুজু করা হয়। এ মামলয় ৬৮ জনের নাম উল্লেখসহ আরো আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, এজাহারে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ আগস্ট গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড়ে ও শ্যামগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার জানান, মামলায় এজাহার ভুক্ত আসামি শফিকুল ইসলাম ও আব্দুল হেলিমকে গ্রেফতার করে পৃথক মামলায় আদালতে সোপার্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
আইসিটির চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার ‘জামায়াত বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়’ মুক্তভাবে মত প্রকাশে আমরা সংগ্রাম করে যাচ্ছি : মাহমুদুর রহমান ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারো ড্রোন হামলা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব লীগ নেতারা যা বললেন নিষেধাজ্ঞা শেষেও জেলেদের জালে মা ইলিশ ব্যাংকে তারল্য সংকট : টাকা উত্তোলনে ভোগান্তিতে ৬ ব্যাংকের গ্রাহক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা টিম সাউদির গজারিয়ায় কিশোরের হাতের কবজি কেটে নিল প্রতিপক্ষ জুমার নামাজ শেষে কাকরাইল মসজিদ ছাড়ল সাদপন্থীরা জয়পুরহাটে হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারী গ্রেফতার

সকল