২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের কর্মকর্তাকে মারধর করে চাবিসহ ব্যাগ ছিনতাই

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার কর্মকর্তা মাহাবুবুর রহমানকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ব্যাংক লকারের চাবিসহ একটি ব্যাগ ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করা হয়েছে।

মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গৌরীপুরের ভবানীপুর এলাকায় পৌঁছলে ছয় থেকে সাত জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে তাকে মারধর করেন। ওই সময় ব্যাংক লকারের চাবিসহ সাথে থাকা সবকিছু নিয়ে যায়। এ সময় মারধর করা দু’যুবককে চেনেন বলে জানান।

মারধরা করা দু’ব্যক্তি হলেন সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৫) ও দরিব গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২৫)।

তিনি বলেন, তারা কিছু দিন আগে ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করেছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ ঋণের আবেদন যাচাই বাচাই করে ওই ঋণ আবেদন না মঞ্জুর করেন। গত বুধবার তারা কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় উপস্থিত হয়ে ঋণ দেয়ার জন্য তাকে চাপ দেন। চাপের পরও ঋণ দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালাগাল করে ব্যাংক থেকে বের হয়ে যান।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো: কামরুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আইনিব্যবস্থা নেয়া হবে।

গৌরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, এ ঘটনায় মাহাবুবুর রহমান দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ব্যাংকের ওই শাখায় নিরাপত্তা জোরদার করেছে। ছিনতাই করা লকারের চাবিসহ কর্মকর্তার ব্যাগটি উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement