ঈশ্বরগঞ্জে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ নভেম্বর ২০২৪, ১৮:০৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শেখ শাহরিয়ার বিন মতিনের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ পাঠাগার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকশানা নার্গিস, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জমিদাতা সদস্য সাংবাদিক ফেরদৌস কোরাইশী টিটুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সম্মানিত ব্যক্তিরা।