০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

গফরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ মিছিলে হামলা, আহত ৭

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপিকর্মী সারফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদে পাঁচবাগ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিলে দুবৃর্ত্তরা হামলা চালায়। এ সময় বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খানের নির্দেশনায় প্রতিবাদ মিছিলটি স্থানীয় পালেরবাজার থেকে বের হয়ে খুরশিদ মহল এলাকায় ঘুরে আসার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুবৃর্ত্তরা মিছিলে হামলা চালায়।

এ সময় পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. ইউসুফ (৪০), যুবদল নেতা রিপন (৩০), স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন (৪০), বিএনপিকর্মী বাবুল (৩৫), আব্দুল্লাহসহ (৪২) সাতজন নেতা-কর্মী আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় ডা. ইউসুফ (৪০) ও বাবুলকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানেও দুবৃর্ত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement