০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

দেওয়ানগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু - প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিষধর সাপের কামড়ে ইয়ানুছ আলী (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেওয়ানগঞ্জে নিজ জমিতে কাজের সময় এ ঘটনা ঘটে।

তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চর মধ্যপাড়া গ্রামের মরহুম কালা মিয়া শেখের ছেলে।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মহসিন আলী বিপ্লব নয়া দিগন্তকে জানান, ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে কৃষক ইয়ানুছ আলী নিজ জমির ধান ক্ষেতে কাজ করতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে আশপাশের জমিতে কাজ করা কৃষকরা ছুটে এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়।

পরে সেখান থেকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান কৃষক ইয়ানুছ আলী।


আরো সংবাদ



premium cement