ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ২
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৮
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছয় মামলার আসামি জিয়ারুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) ও আমিনুল ইসলাম (২০) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, নিহত জিয়ারুল ইসলামের বাবা আলাল উদ্দিন আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দু’ থেকে তিনজনকে আসামিকে করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন ও আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবায়দুর রহমান বলেন, ‘জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও এজাহারের ভিত্তিতে মামলার দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে পারব বলে আশা করছি।’
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর প্রতিপক্ষের হামলায় জিয়ারুল ইসলাম নিহত হয়। পরে ময়নাতদন্ত শেষে জিয়ারুল ইসলামের লাশ বুধবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা