২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

এ সময় আসামি আহসান হাবিবকে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়।

জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাভোকেট শাহ মো: এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকে তিথি বেগমকে যৌতুকের দাবিতে মাঝে মধ্যে শারীরিকভাবে নির্যাতন করত আহসান হাবিব ও তার পরিবার।

এর ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২২ রাত সাড়ে ১০টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব।

এ ঘটনায় নিহত তিথির মামা আব্বাস আলী ফারাজী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে স্ত্রীকে হত্যার অপরাধ স্বীকার করে আসামি আহসান হাবিব।

মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শাহ মো: এনায়েত হোসেন জানান, মামলার আটজন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল