জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
- বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৪৯
জামালপুরের বকশীগঞ্জে আসামিদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস ও সাধারণ রোগীদের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।
বুধবার (৩০ অক্টোবর) চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এতে হাসপাতালেরে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘চিকিৎসকদের দাবির মুখে সরকারের দৃশ্যমান পদক্ষেপ, দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণ রোগীদের থেকে হাসপাতালে আগের মতো স্বাভাবিক কার্যক্রম চলবে।’
জানা গেছে, ‘বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার রাতে হামলা ও মারধরের ঘটনায় মঙ্গলবার সকালেই কাজ বন্ধ করে দেন চিকিৎসক ও কর্মচারীরা।
এ বিষয়ে সেবা নিতে আসা রোগী উজির আলী বলেন, ‘ডাক্তারদের এ কর্মবিরতিকে সাধুবাদ জানাই, তবে সকালে হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এসে তার চিকিৎসা নিতে পারিনি।’
অন্যদিকে সাধুরপাড়া থেকে আসা রোগী মো: মোবারক মিয়া জানান, গতকাল চিকিৎসার জন্য এসে কর্মবিরতির জন্য ফিরে গিয়েছি। আজ এসে চিকিৎসা পেলাম। তবে ডাক্তারদের কাজে ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ডাক্তার মাইনুল ইসলাম বলেন, ‘সকাল থেকে রোগী সেবা দেয়া হচ্ছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা