২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক কিশোর নিহত

- ছবি : নয়া দিগন্ত

ময়মনিসংহের ঈশ্বরগঞ্জ জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কিশোর নিহত হয়।

জিয়ারুল ইসলাম উচাখিলা ইউনিয়নের আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, ‘উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে রাশিদ (৩৩) ও রাসেল মিয়ার (২৮) সাথে আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশিদ ও রাসেল মিলে জিয়ারুল ইসলামকে মারধর করে। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জিয়ারুল ইসলাম তার কয়েক সহযোগী নিয়ে উচাখিলা বাজারে রাশিদ ও রাসেলের বাবা আব্দুল হক মিয়ার পথ আটকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা আব্দুল হকের অভিযুক্ত দু’ছেলে শুনে আরো ক্ষিপ্ত হয়ে আবারো জিয়ারুল ইসলামের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় জিয়ারুল। পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়ারুল ইন্তেকাল করে।’

এ দিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জিয়ারুলের স্বজনরা উত্তেজিত হয়ে আব্দুল হকেরর ছেলে রাশিদ ও রাসেলের ওপর হামলা করে। এতে গুরুতর আহত রাশিদ ও রাসেলকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া উত্তেজিত জিয়ারুলের স্বজনরা উচাখিলা বাজারের বিভিন্ন দোকানে হামলা করে ভাঙচুর করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম নওগাঁয় ২ জনের লাশ উদ্ধার তামিমের নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশ খালেদা জিয়ার সাথে আসিফ, নাহিদ, মাহফুজের শুভেচ্ছা বিনিময় এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না : নতুন সিইসি সেনাকুঞ্জে জামায়াতের আমির অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে প্রবাসীদের নতুন কাজের অনুমতি

সকল