২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বকশীগঞ্জে নারী চিকিৎসকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি : আটক ২

বকশীগঞ্জে নারী চিকিৎসকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি : আটক ২ - নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এক নারী চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।

এদিকে হাসপাতালে হামলার দায়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে।

কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে। এতে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে এলেও তাদের ফিরে যেতে হচ্ছে।

জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রজব আলী। তিনি পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে। ভর্তির কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রজব আলীর স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠে।

এ সময় রজব আলীর স্বজন ও তাদের লোকজন হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্তঃবিভাগের সেবা চালু থাকবে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের মাহমুদ বলেন, ‘হাসপাতালে হামলার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।’


আরো সংবাদ



premium cement