একই পরিবারের ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩৩
জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ওই চার সদস্য হলেন- জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনিয়াপাড়া (গোবিন্দনগর গুচ্ছ) গ্রামের বাসিন্দা চন্দন চন্দ্র ঋষি, তার স্ত্রী শিখা রানী ঋষি এবং ২ মেয়ে অর্পিতা ঋষি ও পূর্ণিমা ঋষি। তারা আগে দেওয়ানগঞ্জ পৌরসভার বানিয়ানীরচর পশ্চিমপাড়া গ্রামে বসবাস করতেন।
জানা গেছে, ওই চার সদস্য সকলেই স্বেচ্ছায় গত ২৭ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন।
আরো জানা গেছে, ২৮ অক্টোবর (সোমবার) দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার মাঠে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করে উপজেলা মুজাহিদ কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম শায়েখে চর মোনাই। ওই মাহফিলে মঞ্চে উঠে উপস্থিত হাজার হাজার মুসল্লিদের সামনে কলেমা পড়ে চন্দন চন্দ্র ঋষি, তার স্ত্রী শিখাসহ দুই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা