২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে নয়া দিগন্তের ২ দশক পূর্তি উৎসব

জামালপুরে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসবে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব পালিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব জামালপুরের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব করা হয়।

ক্লাবের সভাপতি মো: মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নয়া দিগন্তের জামালপুর জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মো: সোহরাব হোসাইন জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জামালপুর, ডিবির (ওসি) মো: নাজমুস সাকিব, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

কোটি পাঠকের আস্থার ঠিকানা দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর মো: মনিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, বণিক বার্তার জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, ৭১ বাংলার জেলা প্রতিনিধি রাজন্য রুহানি, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, যমুনা টিভির জেলা প্রতিনিধি সাগর ফারাজি, ঢাকা পোস্টের রকিব হাসান নয়ন, ঢাকা টাইমসে মো: ইমরান মাহমুদ, নয়া দিগন্তের দেওয়ানগঞ্জ সংবাদদাতা খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী সংবাদদাতা এস এম ইব্রাহিম হোসাইন, সাংবাদিক আল মোজাহিদ বাবু, সময় টিভির ক্যামেরা পারসন আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিকরা।


আরো সংবাদ



premium cement
রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন যাত্রী হয়রানির প্রতিবাদে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ভাগাড়ে পরিণত হয়েছে কলাপাড়ার পৌর জলাধার নবীন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে রাবি ছাত্রশিবির

সকল