১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে চোরাই মালসহ চোর আটক

ঈশ্বরগঞ্জে চোরাই মালসহ চোর আটক - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মুদি দোকান থেকে চুরি হওয়া মালামালসহ মেহেদী হাসান মনিক (২২) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে আটক হওয়া চোরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি নতুন বাজারে আল মামুন স্টোর নামের মালিক হাসিম উদ্দিন প্রতিদিনের মতো বুধবার রাতে দোকানে বেচাকেনা করে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ফজরের নামাজ পড়ে দোকান মালিক হাসিম উদ্দিন তার দোকানে গিয়ে দেখে দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন হাসিম উদ্দিন। অভিযোগ পেয়ে চোর ধরতে অভিযানে যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ওই অভিযানে তারাটি গ্রামের নুরুল হক স্বপনের ছেলে মেহেদী হাসান মনিকে আটক করা হয়। ওই সময় তারাটি নতুন বাজারের পাশে জুয়েল নামের একজনের বাড়ির জঙ্গল থেকে দু’লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। পরে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘চুরির খবর পেয়ে অভিযান চালিয়ে মালামালসহ একজনকে আটক করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement