১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু, ছোট ছেলে চিকিৎসাধীন

- প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামে ভিমরুলের কামড়ে মাওলানা আবুল কাশেমের (৫০) মৃত্যুর পর মারা গেল তার মেয়ে লাবিবা আক্তার (৮)। ছোট ছেলে সিফাইয়েতুল্লাহ (৫) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাতিজা জিয়াউর রহমান বলেন, বন্যা হওয়ায় বাড়ি কিছু লাকড়ি রাস্তার উঁচু জায়গায় রোদে শুকাতে দিয়ে আসছিল আমার চাচা। সকাল ১০টার দিকে চাচা এসব লাকড়ি আনার জন্য যাচ্ছিলেন তার ছোট দুই সন্তানকে নিয়ে। পথে বাঁশের ঝাড়ে নৌকা আটকে যায়, আর এই বাশেঁর ঝাড়ে ছিল ভিমরুলের চাক। চাচা নৌকা ছুটানোর জন্য ব্যাস্ত ছিল, আর আমিও কাছাকাছি ছিলাম, চাচাকে বলছি চাচা আপনার নৌকা যে যায়গায় আটকাইছে এইনেতো ভিমরুলের চাক। পরে চাচা তার ছেলে-মেয়েকে নিজের বুকের নিছে নিয়ে নৌকার মাঝে শুয়ে ছিলেন, অন্যদিকে শত শত ভেমরুল চাচাকে কামরাতে থাকে, পরে আমরা চাচা ও তার ছেলে মেয়েকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, যাওয়ার পর হাসপাতালের ডাক্তার চাচার অবস্থা বেশী খারাপ দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের গেটের সামনে যাওয়ার সময় দুপুর ১টার দিকে চাচা মারা যান, আর ছেলে-মেয়েকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাখেন, মেয়ে লাবিবাকে হাপাতালের চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। ছেলে সেফাইতুল্লাহ এখনো চিকিৎসাধীন আছে, আমার চাচার দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই।’

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত বলেন, ‘অনেকগুলা ভিমরুলের কামড়ে আবুল কাশেম দুর্বল হয়ে যান। পরে আমরা তার ছোট দুই বাচ্চাসহ সবাইকে ময়মনসিংহ মেডিক্যাল পাঠাতে চাইলে তার পরিবার আবুল কাশেমকে নিয়ে যান, বাচ্চা দু’টি একটু ভালো থাকায় আমাদের হাসপাতালে রেখে যান। বিকেলের দিকে লাবিবা মারা যাওয়ায় ছেলেকে তার পরিবার ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে যায় ‘

পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজুরুল হক বলেন, 'আমার ইউনিয়নের দুধমই গ্রামে দুই জন ভিমরুলের কামড়ে মারা গেছে। একজন হাসপাতালে ভর্তি আছে। ঘটনাটি কষ্টদায়ক।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে, এখন ঘটনাস্থলে আছি, ঘটনা সত্য।’


আরো সংবাদ



premium cement
শিগগিরই ডিমের দাম কমবে : মৎস্যসম্পদ উপদেষ্টা দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে : মাসুদ সাঈদী ‘নিউজের ট্রিটমেন্ট নিয়ে কোনো চাপ দেবে না সরকার’ ভারতের রানের পাহাড়, বিধ্বস্ত বাংলাদেশ বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই জনগণ বুঝবে আমাদের পদক্ষেপ : প্রধান বিচারপতি পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম চাকরিতে প্রবেশের বয়স: পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ চন্দনাইশে জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ মিরসরাইয়ে বাসচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর ডুবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সকল