১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

জামালপুরে সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরীর লাশ

জামালপুরে সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরীর লাশ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সেফটিক ট্যাংক থেকে চান মিয়া (৬৫) নামে এক নৈশ্যপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বিসিক শিল্প নগির (শান্তিনগর) বাইপাস মোড়-সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত চান মিয়া জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গওহেরপাড়া গ্রামের মরহুম ছাবেদ আলীর ছেলে।

স্থানীয় দোকান মালিক সমিতির উপদেষ্টা এনামুল হক খান মিলন জানান, একমাস আগে চান মিয়া দোকান মালিক সমিতির অধীনে নৈশ্যপ্রহরীর কাজ নেন। শুক্রবার সকালে নির্মাণাধীন ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরী চান মিয়াকে ভাসতে দেখেন স্থানীয়রা ।

পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

তবে নির্মাণাধীন ভবনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নৈশ্যপ্রহরীর সঙ্গী অপর নৈশ্যপ্রহরী সদর উপজেলার কৈডুলা গ্রামের ঠান্ডা মিয়া (৫৫) জানান, প্রতিদিনের মতো তারা দুজন বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে টহল শুরু করেন। ভোররাত ৪টার দিকে টহলের উদ্দেশে আলাদা হয়ে দুদিকে চলে যায়।

পরে ঠান্ডা মিয়া বিসিক মোড়ে ফিরে এসে ভোর ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চান মিয়াকে খুঁজে পায়নি।

পুলিশ জানায়, যদি কেউ জড়িত থাকে সিসিটিভির ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আজহারীকে মালয়েশিয়া বিমানবন্দরে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, অতঃপর মুক্ত আকাশে মেঘ দেখলেই উৎকণ্ঠায় থাকেন ভবদহপাড়ের বাসিন্দারা বাবুগঞ্জে সওজের জমি দখল করে দোকানঘর নির্মাণ গলাচিপায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত প্রধানদের অধীনে কমলগঞ্জে ও শাহাবাজপুরে জনপ্রিয় পাহাড়ি সবজি ‘বাঁশ কোড়ল’ গৌরীপুরে সরকারি জমিতে আ’লীগ কার্যালয়সহ ১৫৭টি স্থাপনা ফুলবাড়ীতে আগাম জাতের ধান কাটা-মাড়াইয়ের ধুম বানিয়াচং ও আত্রাইয়ে বজ্রপাতে দ্ইু মৎস্যজীবীর মৃত্যু সোনারগাঁওয়ে বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনে অর্থ সহায়তা

সকল