১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

‘গুন্ডামি আর মাস্তানির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না’

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘গুন্ডামি আর মাস্তানির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না। আওয়ামী লীগের এই চরিত্রের কারণে আজকে জনগণ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণকারী দলে পরিণত হয়েছিল বলেই সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। আগামী দিনে সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে। ইনশাল্লাহ।’

শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

এ সময় জামায়াতের মহনগর সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খানসহ কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক থানা শাখার আমির ও সভাপতিরা মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, ‘তিনটি ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবদান অনেক বেশি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দিয়েছিল জামায়াতে ইসলামী। আজকে সকল রাজনৈতিক দল সেদিকেই ফিরে আসছে। স্বাধীনতার ৫৩ বছর পর স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে নতুন সুযোগ এসেছে। আমাদের সেই সুযোগ কাজ লাগাতে হবে। প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ড. সামীউল হক ফারুকী বলেন, ‘জনগণকে সংগঠিত করে দ্বীনের কাজ চালাতে হবে। প্রতিটি মহল্লায় জামায়াতের ইউিনট গঠন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় নিজেদের জানমাল মাল দিয়ে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আবদুল করিম বলেন, ‘আমাদের সকল কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সকলের প্রতি অনুরোধ, আসুন আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলি।’


আরো সংবাদ



premium cement
সোনার খনিতে ভ্রমণের সময় একজনের মৃত্যু, ২৩ জনকে উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অর্ধকোটি টাকার আপেল জব্দ দীপ্ত টিভির কর্মী তামিম হত্যা মামলায় ৫ আসামি রিমান্ডে শাহজাদপুরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আশাশুনিতে নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৭ ঢাকা টেস্টে নেই বাভুমা, প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলবে দলে থাকা সবাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার বানিয়াচংয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু নওগাঁয় ২ মাদককারবারি গ্রেফতার টাঙ্গাইলে আ’লীগের সহ-সভাপতি শাহজাহান আনসারী গ্রেফতার দুর্নীতি-লুটপাটের কারণেই আ’লীগ গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়েছে : রফিকুল ইসলাম খান

সকল