১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

হালুয়াঘাটে বন্যার পানি কমতে শুরু করেছে, সহায়তা অপ্রতুল

হালুয়াঘাটে বন্যার পানি কমতে শুরু করেছে - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার সপ্তম দিনে বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করেছে।

এদিকে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রায় অর্ধশত বেসরকারি সংগঠন। তবে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ অপ্রতুল বলে জানা গেছে।

সরকারি উদ্যোগে যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল হিসেবে উল্লেখ করেছেন হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: মানিক মিয়া। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে প্রায় পাঁচশতাধিক পরিবার বন্যাকবলিত। আমাকে দেয়া হয়েছে ১৮ প্যাকেট চাল।’

বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হালুয়াঘাটের বন্যাপরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বন্যা-পরবর্তী সময়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

তিনি আরো বলেন, ‘সব সময় সরকারি কর্মচারীরা জনগণের সেবায় নিয়োজিত থাকবে। যেসব এলাকায় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলার নড়াইল ইউনিয়নে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।


আরো সংবাদ



premium cement