০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

ময়মনসিংহ-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি

ময়মনসিংহ-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি - সংগৃহীত

পাহাড়ি ঢলের সাথে অতিবৃষ্টির কারণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো: সানোয়ার হোসেন জানান, নতুন করে প্লাবিত হয়েছে আরো অন্তত ৫০টি গ্রাম। এতে তিন উপজেলার ২৩ ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

তিন উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব জায়গায় দুই হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

নেত্রকোনা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্টা উপজেলার অন্তত ২৫টি ইউনিয়নের ১২৩টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

এছাড়া ১৮৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে সোমবার বৃষ্টি না হওয়ায় শেরপুরের সীমান্ত নিকটবর্তী এলাকায় বন্যার পানি কমে এসেছে।

শেরপুরের নকলা উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে বন্যাকবলিত এলাকায়, কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।

 


আরো সংবাদ



premium cement