মহানবীকে কটূক্তির প্রতিবাদে গফরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ অক্টোবর ২০২৪, ১৬:২৮
ভারতে মহানবী সা:-এর কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে তারা।
বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করে।
পরে রেলওয়ে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ইমরান হোসাইন আজাদ, মুফতি ইসমাইল হোসাইন, মোফাজ্জল আনসারী, আশরাফ আলী ফারুকী, ফারহান ফরিদ, সম্রাট বিন সুরুজ, হামিম হাসান নিরব, মিফতাহুল ইসলাম মিনয় প্রমুখ।
সমাবেশে বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সা:-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এছাড়া মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ওই কট্টর হিন্দুত্ববাদীরা। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা