০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

বাকৃবিতে সকল হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে বিক্ষোভ

বাকৃবিতে সকল হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে বিক্ষোভ - নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল আবাসিক হলকে ছাত্রলীগমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাকৃবি শিক্ষার্থীরা। 

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল, স্লোগান নিয়ে হলের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শহীদ নাজমুল হক হল, শাহজালাল হল ও ঈশা খাঁ হলের সামনে গেলে ওই হলের কিছু শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে তাদের সাথে যুক্ত হন।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে বোটানিক্যাল গার্ডেনের সামনের রাস্তা দিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটে অবস্থান করে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেবো আমরা’, ‘ছাত্রলীগের দুইগালে, জুতা মারো তালে তালে’, ‘এক দুই তিন চার, ছাত্রলীগ হল ছাড়’-সহ নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। মিছিলে বিভিন্ন হল থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানা যায়, বেশ কয়েক দিন ধরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের শহীদ শামসুল হক হল ও ফজলুল হক হলের দু’জন ব্যাচমেট শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত বিষয় নিয়ে রেষারেষি চলছে। কিন্ত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের মেসেজে কথা কাটাকাটির জের ধরে তারা আব্দুল জব্বার মোড়ে ওই রেষারেষির বিষয়ে কথা বলে। সেখানে পরিস্থিতির অবনতি হয় এবং দু’জনের মধ্যে ধাক্কাধাক্কি ও একপর্যায়ে মারামারি হয়।

এ সময় ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিজের হলের জুনিয়রের পক্ষ নিয়ে শহীদ সামসুল হক হলের ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হলের বেশ কিছু শিক্ষার্থী মিলে বাকৃবির সব হল থেকে ছাত্রলীগমুক্ত করার জন্য বিক্ষোভ মিছিল বের করেন। 

এই বিষয়ে ভুক্তভোগী শহীদ শামসুল হক হলের ওই শিক্ষার্থী বলেন, ‘ফজলুল হক হলে আমার ক্লাসমেট বন্ধুর সাথে একটু রেষারেষি হলে আমি আমাদের ব্যাচের গ্রুপে আর কথা না বাড়িয়ে তাকে নিয়ে আব্দুল জব্বার মোড়ে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি। এ সময় ফজলুল হক হলের দ্বিতীয় বর্ষের অভিযুক্ত শিক্ষার্থী আমার হলের জুনিয়রকে মারছিস বলে আমার গায়ে হাত তোলেন।’

ফজলুল হক হলের অভিযুক্ত ওই শিক্ষার্থী বলেন, ‘আমি আব্দুল জব্বার মোড়ে দেখি আমার হলের জুনিয়রকে ওই ছেলে চড় মারছে। এ সময় আমি যেয়ে ঘটনা কী হয়েছে জানতে চাইলে আমাকেও গালি দেয় এবং আমার ওপর চড়াও হয়। তাই আমি আত্মরক্ষার স্বার্থে যা করার করি। আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি ছাত্রলীগের সাথে জোড়ালভাবে যুক্ত ছিলাম না।’

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। ইতোমধ্যেই আমাদের গণতদন্ত কমিটি গঠন শেষ হয়েছে, দ্রুতই তদন্ত কমিটি তাদের কাজ শুরু করবে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা শিক্ষার্থীদের নিপীড়ন, নির্যাতনের সাথে জড়িত ছিল বা এখনো জড়িত আছে, তারা কোনোভাবেই হলে থাকতে পারবে না এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থাগ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement