হালুয়াঘাটে আকস্মিক বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত
- আনছারুল হক রাসেল, হালুয়াঘাট (ময়মনসিংহ)
- ০৫ অক্টোবর ২০২৪, ১৬:২১
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েক শত পরিবার। ১৫টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। স্বেচ্ছাসেবী ও ফায়ারসার্ভিস উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী এলাকার ভূবনকুড়া, আমিরখাঁকুড়া, মাজরাকুড়া, বাঘাইতলা, সংড়া, পলাশতলা, গাজিরভিটা, সূর্যপুর, সমনিয়াপাড়া হয়ে পাহাড়ি ঢল নামে। সন্ধ্যার পর হালুয়াঘাট পৌর শহরে পানি প্রবেশ করে। একই দিন রাত ১০টার দিকে ঘরে ঘরে কোমর পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে থাকে হাজারো মানুষ।
এর আগে, বৃহষ্পতিবার রাতে ভারতের মেঘালয় ও বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাত হয়। পৌর শহরের পাগলপাড়া, আতকাপাড়া, মনিকুড়া, গুরস্থাপট্টি প্লাবিত হতে শুরু করে। পরবর্তীতে বন্যার পানি উপজেলার নড়াইল, বিলডোরা, ধারা, ধুরাইল, শাকুয়াই ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে।
এদিকে, বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গেছে। শতাধিক হেক্টর আমনের ক্ষেত তলিয়ে ক্ষতির সম্মুখীন হাজারো কৃষক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা