২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ময়মনসিংহে মোবাইলফোন বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু

তারিকুল আলম নোমান - ছবি : সংগৃহীত

ময়মনসিংহে বিছানার পাশে চার্জে রাখা মোবাইলফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরীর গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি বিছানার পাশে চার্জে মোবাইলফোন রেখে ঘুমিয়ে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুল ডিউটি শেষে রাত ১টার দিকে নিজ বাসায় ফেরেন। তিনি আলাদা একটি কক্ষে ঘুমিয়েছিলেন। বিছানার পাশে প্রতিদিনের মতো মোবাইলফোন মাল্টিপ্লাগে চার্জ দেন। মোবাইলফোনটি বিস্ফোরিত হলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন তিনি। এতে তার দুই হাত, বুক, নাক-মুখ দগ্ধ হয়েছে। পোড়া গন্ধ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে, মোবাইলফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে দগ্ধ হন। মোবাইলফোনটি কোন কোম্পানির ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল