২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে মোবাইলফোন বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু

তারিকুল আলম নোমান - ছবি : সংগৃহীত

ময়মনসিংহে বিছানার পাশে চার্জে রাখা মোবাইলফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরীর গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি বিছানার পাশে চার্জে মোবাইলফোন রেখে ঘুমিয়ে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুল ডিউটি শেষে রাত ১টার দিকে নিজ বাসায় ফেরেন। তিনি আলাদা একটি কক্ষে ঘুমিয়েছিলেন। বিছানার পাশে প্রতিদিনের মতো মোবাইলফোন মাল্টিপ্লাগে চার্জ দেন। মোবাইলফোনটি বিস্ফোরিত হলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন তিনি। এতে তার দুই হাত, বুক, নাক-মুখ দগ্ধ হয়েছে। পোড়া গন্ধ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে, মোবাইলফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে দগ্ধ হন। মোবাইলফোনটি কোন কোম্পানির ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
শান্তির জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করেন বাপ-ছেলে অংশীজনদের সাথে পুঁজিবাজার সংস্কার নিয়ে বসবে বিএসইসি ‘শেখ হাসিনাকে দেশে এনে খুনের বিচার করতে হবে’ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে : নজরুল ইসলাম খান কেরানীগঞ্জে দখল হয়েছে কবি সিরাজুল ইসলাম বই বাগান ও লাইব্রেরি ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে জিআই স্বীকৃতি পেল মধুপুরের আনারস ১৬ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে : বিএনপি প্রত্নতত্ত্ব নিদর্শন পর্যবেক্ষণ করে নীতিমালা হবে : আসিফ নজরুল জাতিগত সঙ্ঘাতের সুযোগ নেই বাংলাদেশে ছেলের হাতে বাবা ও ভাতিজার হাতে চাচাসহ পৃথক ঘটনায় ৪ জন খুন

সকল