১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সীরাত সম্মেলন

আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সা. আদর্শ অনুসরণ করতে হবে

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সীরাত সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সীরাত সম্মেলনে বক্তারা বলেছেন, রাসূলের সা: জীবনের মধ্যে সর্বোত্তম জীবনাদর্শ রয়েছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূল সা:-এর আদর্শ অনুসরণ করতে হবে।

শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জেলা নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন ও মাহবুব হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল-হেলাল তালুকদারসহ স্থানীয় নেতারা।


আরো সংবাদ



premium cement