ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ এপ্রিল ২০২৩, ১০:৩২
দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এই তারকার বাসা থেকেই এমনটা ঘটেছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যান্সি জানান, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।
‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য পাওয়া ওই পুরস্কারটি চুরি যাওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায় যে সে কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অযুহাতে কাজ ছেড়ে দেয়।’
ন্যান্সি আরো বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরো কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় তাহমিনা চুরি করেছে।’
অন্য কিছু পাওয়া না গেলেও তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ফিরে পেতে চান তিনি।
উল্লেখ্য, এক যুগের বেশি সময় দেশের সঙ্গীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যান্সি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় ‘দুই দিকে বসবাস’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা