প্রশংশিত হচ্ছে জুবায়ের আহমদ তাশরীফের গাওয়া নাশিদ 'মনের ঘরেতে'
- মুহাম্মদুল্লাহ
- ১৩ এপ্রিল ২০২৩, ১৭:১৭
'মনের ঘরেতে, রেখেছি যারে, দো'জাহানের বাদশা নবী কামলিওয়ালারে' ইসলামী সঙ্গীত প্রেমিদের কাছে তুমুল জনপ্রিয় একটি সঙ্গীত।
তরুণ ইসলামিক আলোচক জুবায়ের আহমদ তাশরীফ বেশ কয়েকটি ইসলামিক গান রেকর্ড করেছেন। তার প্রায় সব গানই জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনিও কাভার করেছেন তুমুল জনপ্রিয় ওই সঙ্গীতটি।
গত ৭ এপ্রিল শুক্রবার হলি স্টেপ স্টুডিওর ইউটিউব চ্যানেলে জুবায়ের আহমদ তাশরীফের ওই গানটি অবমুক্ত করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশংসিতও হচ্ছে খুব।
জুবায়ের আহমদ তাশরীফ বলেন, গানটি আমাদের সবার প্রিয় মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা। গানের কথাগুলো শুনলে নবীজির কথা এবং মদিনার কথা মনে পড়ে যায়। এ কারণে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
তিনি বলেন, ঈদের আগে আরো একটি ইসলামিক সঙ্গীত রিলিজ হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দু'-এক দিনের মধ্যেই জানিয়ে দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা