রিলিজ হচ্ছে ওয়ারফেইজের নতুন গান ‘মা’
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ২০ মার্চ ২০২৩, ১৩:৩৬
অনেক দিন পর ওয়ারফেইজের আরেকটা নতুন গান রিলিজ হতে যাচ্ছে। যার শিরোনাম ‘মা’।
ওয়ারফেইজ বলছে, ‘আমরা গতবছরে বলেছিলাম যে ২০২৩ থেকে নিয়মিত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি।’
এর আগে গত বছর অক্টোবরে ‘মায়া’ গানটি গানঅ্যাপের মাধ্যমে রিলিজ হয়েছিল। এরপর এই নতুন গানটা রিলিজ হচ্ছে।
ওয়ারফেইজ বলছে, ‘গানটি রিলিজ করার কথা ছিল জানুয়ারী বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস তাই মার্চ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এই গানটির গীতিকার দেশবরেণ্য নয়ীম গহর এবং কণ্ঠ ও সুর বাবনা করিম। নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি। কালজয়ী তার বহু গান আজো বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় মন জুড়ে আছে। এর মধ্যে অন্যতম ‘জন্ম আমার ধন্য হলো মাগো,’ ’নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’ ইত্যাদি। মা গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, গানটির তার সর্বশেষ দেশের কবিতা থেকে গানে রূপান্তর করা হয়।
গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেইজ; রেকর্ড লেবেল- লয় রেকর্ডস।
এই গানটি অফিসিয়ালি ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেইজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও এবং spotify, iTunes সহ অন্য অডিও প্লাটফরমে অডিও রিলিজ হবে।
তার আগে ১৯ মার্চ থেকে স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য এক্সক্লুসিভলি অডিও রিলিজ হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা