১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

জীবন কখনো কখনো অনেক বড় পরীক্ষার অন্য এক নাম : কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিৎ - ছবি : সংগৃহীত

কানাডার টরেন্টোতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছেলে এখন আইসিইউতে শয্যাশায়ী। এছাড়া একই দুর্ঘটনায় নিহত হয়েছে ছেলের তিন বন্ধু। তাদের নিয়ে এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্লী কুমার বিশ্বজিৎ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ডান্ডাস স্ট্রিট ওয়েস্টের ৪২৭ নম্বর মহাসড়কের দক্ষিণমুখী র‍্যাম্পে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়।

নিচে তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘জীবন’ কখনও কখনও অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়।

আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে। নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।

আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই শোক সহ্য করবার শক্তি দেন।

আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার ‘নিবিড়’-কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনও আইসিইউতে শয্যাশায়ী। এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সকল বন্ধু, পরিচিতজন এবং ভক্তবৃন্দের কাছে ‘নিবিড়’এর জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি।

আর যারা ইতোমধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী। - কুমার বিশ্বজিৎ

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
উত্থানে শুরু হলেও শেষমেশ আবারো পতন পুঁজিবাজারে বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশীদের আবারো সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার দেশের জনগণই নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে : রিজভী পাকিস্তানে স্বর্ণের খনি! ‘রাশিয়ায় থাকা উত্তর কোরিয়ার সেনাদের অবমূল্যায়ন করবেন না’ তুরাগ তীরে ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু বাজার থেকে বিনিয়োগ সংগ্রহের অনুমতি হারালো দুয়ার সার্ভিস পরিবহন খাতে চাঁদাবাজি : এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সকল